সাভারে চলন্ত বাসে ছিনতাই, আহত ৩

3 weeks ago 19

ঢাকার সাভারের পুলিশ টাউন এলাকায় বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে তিনজন আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকার গুলিস্তানের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের কাছাকাছি যাত্রী উঠাতে গেলে ধারালো চাকু (ছোট আকৃতির) হাতে দুজন ব্যক্তি বাসটি উঠে পড়েন। এসময় তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, মানিব্যাগ ও কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন। এসময় কয়েকজন যাত্রী বাঁধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের আঘাত করেন। এতে বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যান।

বাসটিতে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলকামা আজাদ বলেন, ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ, চেইন ছিনিয়ে নেন। ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে কয়েকজন যাত্রী তাদের বাধা দেন। একপর্যায়ে যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। দুজনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক জখম হয়। পরে দ্রুতই তারা বাস থেকে নেমে পালিয়ে যান। বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এএসএম

Read Entire Article