সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টার মধ্যে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টায় গৃহবধূ সালমা বেগম (৩০) ও দুপুর ১২টায় কলেজপড়ুয়া শিক্ষার্থী তানজিলা আক্তার তিশা (১৮) মারা যান। নিহত তিশা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এর আগে, মৃত্যু হয়েছে সালমা বেগমের স্বামী হাসান গাজী, ১ মাসের শিশু ইমাম উদ্দিন গাজী, চার বছরের মেয়ে জান্নাত গাজী ও মা তাহেরা বেগম।
কান্নাজড়িত কণ্ঠে নিহত তিশার বাবা তানজিল হোসেন বলেন, সালমা বেগম সম্পর্কে আমার শ্যালিকা হয়। আমার ভায়রা হাসান গাজী ও তার মেয়ে জান্নাত মারা গেছে বৃহস্পতিবার। আজ তার স্ত্রীর পাশাপাশি মারা গেছে আমার মেয়ে তানজিলা আক্তার তিশা।
জানা গেছে, এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাসান গাজীর বড় মেয়ে মুনতাহার (১১), তানজিল হোসেনের স্ত্রী আসমা (৩৫) ও ছেলে আরাফাত (১৩)।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) রাতে মিজমিজি পাইনাদী পূর্বপাড়া জাকির খন্দকারের মালিকানা খন্দকার ভিলা নামে আধাপাকা বাড়িতে গ্যাস বিস্ফোরণ ঘটে। এতে দুই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়।