সিনিয়রের সামনে ধূমপান নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

3 hours ago 4

রাজধানীতে সিনিয়রের সামনে জুনিয়রের ধূমপান করাকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছুরিকাঘাতে মাইন উদ্দিন মনু (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে আগারগাঁওয়ের বিএনপি বাজারসংলগ্ন ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলায়। বর্তমানে তিনি মিরপুরের জনতা হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

এ ঘটনায় ছয়জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—প্রধান আসামি লিমন, রাব্বি ও কামরান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি ইমাউল হক জাগো নিউজকে বলেন, আগারগাঁও ঈদগাহ মাঠে সিনিয়রদের সামনে জুনিয়রের ধূমপান করাকে কেন্দ্র করে দ্বন্দ্বের শুরু হয়। পরে এ ঘটনায় জুনিয়রদের ডেকে নিয়ে শাসন করেন সিনিয়ররা। এসময় জুনিয়রদের চড় থাপ্পড় দেন সিনিয়ররা। পরে জুনিয়ররা তাদের সহপাঠীদের ডেকে নিয়ে আসে ঘটনাস্থলে। এসময় ঘটনাস্থলে সিনিয়র গ্রুপের ১০-১২ জন ছিলেন। পরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সিনিয়র গ্রুপের একজন ছুরিকাঘাত করলে মারা যায় জুনিয়র গ্রুপের মাইন উদ্দিন মনু।

ওসি ইমাউল বলেন, ঝামেলার সূত্রপাত হয় জুনিয়র গ্রুপের সাজিদের সঙ্গে সিনিয়র গ্রুপের লিমনের। যে ছেলেটা মারা গেছে সে আগে থেকে ঘটনাস্থলে ছিল না। জুনিয়র গ্রুপের সহপাঠীদের ডাকে সে এসেছিল। এ ঘটনায় ছয়জনের নামে মামলা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কেআর/এমএমকে/জেআইএম

Read Entire Article