সিবগাতুর রহমানের কবিতা: জীবন করো খাঁটি

2 hours ago 5

 

জাগো রে জাগো মুসলমান
সময় বয়ে যায়
ফেরেশতাকুল এনাম লয়ে
ডাকিছে তোমায়।

আর রয়ো না ঘুমের ঘোরে
ও ভাই মুসলমান
হৃদয় উজার করে গাও
মহান খোদার শান।

ডাকছে মালাইকা তোমায়
পড়তে তাহাজ্জুদ
সেহরি খাও রোজা রাখো
সওয়াব লও অযুত।

ঘুমের চেয়ে নামাজ ভালো
বলছে মুয়াজ্জিন
বাদ ফজরে কুরআন পড়ে
সাজাও সুখের দিন।

দিবসযামি কাটুক তোমার
রহমানের জিকিরে
পাহারাদার ফেরেশতা সবে
রাখবে তোমায় ঘিরে।

ক্ষুধা-তৃষ্ণার আগুনে পুড়ে
জীবন করো খাঁটি
ইফতারির আনন্দে সাজো
সজীব পরিপাটি।

করুণাময়ের অসীম দয়ায়
ক্ষমা আর নাজাত
লভে দুই জাহানেই ভাই
গড়ো সুখ-প্রপাত।

এসইউ/জেআইএম

Read Entire Article