সিরাজগঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরাতে তিনদিনে ৪৭ মামলা

3 months ago 57

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে তিনদিনে ৪৭ মামলা করেছে হাইওয়ে পুলিশ। একই সঙ্গে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন তারা।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহাসড়কের ওপর সিএনজিচালিত থ্রি হুইলার, মোটরসাইকেল ও অন্যান্য গাড়ির ওভার স্পিডের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের যৌথ সমন্বয়ে চেক পোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। শনি থেকে সোমবার পর্যন্ত রাতে ৪টি ও দিনে দুটি স্থানে চেকপোস্ট বসিয়ে ৪৭টি মামলা করা হয়েছে। যার মধ্যে সিএনজিচালিত থ্রি-হুইলার রয়েছে ছয়টি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সিরাজগঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরাতে তিনদিনে ৪৭ মামলা

এর আগে ৮ মে 'মহাসড়কে তিন চাকার দাপট, সিরাজগঞ্জে দুই মাসে নিহত ২০' শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগোনিউজ। ওই নিউজে দুর্ঘটনার সুনির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করে বলা হয়- সিরাজগঞ্জ মহাসড়কের ১০৫ কিলোমিটার অংশে তিন চাকার বাহনের কারণে বেড়েই চলেছে দুর্ঘটনা। এতে ঝরে যাচ্ছে তাজা প্রাণ। আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে অভিশপ্ত জীবন পার করছেন অনেকেই। কাগজে কলমে মহাসড়কে তিন চাকার বাহন চলাচল নিষিদ্ধ থাকলেও বাস্তবে এই চিত্র উল্টো। ফলে সমস্যায় পড়ছেন বাস, ট্রাকসহ বড় যানবাহনের চালকরা।

এম এ মালেক/আরএইচ/এমএস

Read Entire Article