ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ জয় পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে ১ রানে হারে স্বাগতিকরা, আর তাতে সিরিজ এখন ১-১ সমতায়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
দুই বছর পর ঘরের মাঠে সিরিজ হার ঠেকানোর পরীক্ষা বাংলাদেশের সামনে। ‘ডু অর ডাই’ ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরম্যান্সেও পার করছেন বাজে সময়। তাছাড়া তার অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। বোলিং লাইনআপে পরিবর্তন আসার সম্ভাবনা কম থাকলেও পরিবর্তন আসতে পারে টাইগারদের ব্যাটিং লাইনআপে।
শুরুতে শট খেলতে পারায় তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীকে নেওয়ার সুযোগ আছে। যদিও ওই সম্ভাবনা জোরালো নয়। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি সফরকারী ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান/তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।