সিরিয়ার হোমস ও লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। সোমবার (৮ সেপ্টেম্বর) এ হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)।
সংস্থাটির দাবি, হোমসের দক্ষিণ–পূর্বাঞ্চলে একটি বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানো হয়। এতে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া লাতাকিয়ার সাকুবিন এলাকায় একটি সেনা ব্যারাকে হামলার ঘটনা ঘটে, যেখানে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
হোমসে ইসরায়েলি বিমান তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সেখানে এয়ার ডিফেন্স কলেজেও হামলার খবর পাওয়া গেছে।
তবে এ হামলা নিয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি।
এসওএইচআর জানায়, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় ৯৭ দফা হামলা চালিয়েছে—এর মধ্যে ৮৬টি আকাশপথে এবং ১১টি স্থলপথে। এসব হামলায় অস্ত্রভাণ্ডার, কমান্ড সেন্টারসহ ১৩৫টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং অন্তত ৬১ জন নিহত হয়েছেন।