সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ 

2 months ago 7

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া বরযাত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষে টমটম গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) দুপুরের দিকে দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে পৃথক দুর্ঘটনাটি ঘটে। 

মোগলাবাজার থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত ঝর্না বেগম (৩৫) দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার ছেলের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিলপুর থেকে প্রাইভেটকার করে মোরাদপুর যাওয়ার পথে প্রাইভেটকার খাদে পড়ে ঝর্না বেগমের মৃত্যু হয়েছে। তার ছেলেকে আহত অবস্থায় স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যু হয়েছে। প্রাইভেটকারে থাকা তার স্বামী এবং সন্তানরা গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া দুপুরের দিকে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রীর গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোগলাবাজার থানার এসআই মোহাম্মাদ আলিফ কালবেলাকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝর্না বেগমের মরদেহ উদ্ধার করেছি। পরে আহত অবস্থায় তার পরিবারের সদস্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যু হয়েছে। প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
 

Read Entire Article