সুইমিংপুলে ঝড় তুলে দুই দিনে ৬ রেকর্ডসহ ৭ স্বর্ণ রাফির

8 hours ago 6

ওয়ার্ল্ড অ্যাকুয়েটিকসের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন এ সময়ে দেশসেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি। লম্বা সময় ধরে সেখানে প্রশিক্ষণ নিয়ে নিজেকে যে অনেকটাই বদলে ফেলেছেন, তার প্রমাণ আবার রাখলেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। মিরপুরের জাতীয় সুইমিংপুলে চলমান জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো চ্যাম্পিয়নশিপে রীতিমত ঝড় তুলে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন তিনি।

চার দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিনে করেছিলেন দুটি জাতীয় রেকর্ড। মঙ্গলবার দ্বিতীয় দিনে করলে আরো চারটি। দুই দিনে ৭ ইভেন্টে অংশ নিয়ে ৬টিতে রেকর্ড করে প্রচারের সব আলো নিজের দিকে নিয়ে গেলেন রাফি।

দ্বিতীয় দিনে তিনি প্রথম রেকর্ড গড়েছেন ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু ২ মিনিট ০৮.৯২ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন গতবছর তারই করা ২ মিনিট ০৯.৯৯ সেকেন্ডের রেকর্ড। ৫০ মিটার বাটারফ্লাইয়ে রাফি রেকর্ড গড়েছেন ২৫.১৫ সেকেন্ড সময় নিয়ে। ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের করা ২৫.৬৯ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন রাফি।

১০০ মিটার ফ্রিস্টাইলে রাফি ভেঙেছেন মাহফিজুর রহমান সাগরের এক যুগ আগে করা রেকর্ড। ২০১৩ সালে সাগর এই ইভেন্টে রেকর্ড গড়েছিলেন ৫২.৮৮ সেকেন্ড সময় নিয়ে। রাফি সেই রেকর্ড ভাঙলেন ৫২.৪২ সেকেন্ডে। পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২ মিনিট ১০.৪৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সামিউল। তিনি ভেঙেছেন গত বছর করা নিজের ২ মিনিট ১০.৮৭ সেকেন্ডের রেকর্ড।

দুই দিনে ৭ ইভেন্টে অংশ নিয়ে রাফি সবগুলোতেই স্বর্ণ জিতেছেন। এর মধ্যে রেকর্ড হয়েছে ৬টিতে। প্রতিযোগিতার বাকি দুই দিনে আরো চার ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে সামিউল ইসলাম রাফির।

আরআই/এমএমআর/এএসএম

Read Entire Article