সুজুকি মোটরসের সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি মারা গেছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাড়ি ও মোটরসাইকেল (অটোমোবাইল) প্রস্তুতকারী জাপানি কোম্পানি সুজুকি মোটরস বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি লিম্ফোমায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন সুজুকি।
ওসামু সুজুকি বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে সমাদৃত। শিল্পোদ্যোক্তা হিসেবে তিনি সফল। তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই মধ্যবিত্তের ব্র্যান্ড হয়ে দাঁড়ায় সুজুকি। ভারত ও বাংলাদেশের সীমিত বাজেটের লোকজনদের কাছে গাড়ি পৌঁছে দিয়েছেন তিনি।
১৯৫৮ সালে কোম্পানির দ্বিতীয় প্রেসিডেন্টের জামাতা হিসেবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকিতে যোগ দেন এ শিল্পোদ্যোক্তা। তার দক্ষতায় প্রতিষ্ঠানটি আরও উন্নতি করে। জনপ্রিয় হয়ে উঠেন কর্মীদের মধ্যে। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে কোম্পানির প্রেসিডেন্ট নিযুক্ত হন। পরের বছর মিনি-যানবাহন, অল্টো বাজারে এনে ব্যাপক সাফল্য অর্জন করে তাঁক লাগান।
তার মৃত্যুতে কোম্পানিটিতে শোক বিরাজ করছে। এ ছাড়া ভারত ও জাপানের ব্যবসায়ীরাও শোক জানাচ্ছেন।