সেনা নজরদারিতে পাল্টে গেছে গাবতলীর চিত্র, যাত্রায় স্বস্তি

3 months ago 27

আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সেনা সদস্যরাও। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। পাল্টে গেছে কোরবানির পশুর হাটের চিত্রও।

শুক্রবার (৬ জুন) সকাল থেকে গাবতলীতে ব্যাপক যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে পারাপার বন্ধ করে দেওয়া। যত্রতত্র দাঁড়াতে দিচ্ছে না কোনো গাড়ি। গরুর ট্রাক নিয়ে যে যার মতো করে চলার সুযোগ থাকছে না।

আরও পড়ুন:

এসব কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে পশুরহাট পার হয়ে গাবতলী ব্রিজ পর্যন্ত কোনো যানজট নেই।

সেনা নজরদারিতে পাল্টে গেছে গাবতলীর চিত্র, যাত্রায় স্বস্তি

শাহ ফতেহ আলী কাউন্টার ম্যানেজার কাজী বাবুল জাগো নিউজকে বলেন, গতকাল থেকে যেভাবে তীব্র যানজট ছিল এই এলাকায়। একটা গাড়ি গাবতলী পার হতে দু-তিন ঘণ্টা লাগতো। আজকে সকালে একই চিত্র ছিল। কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী মোতায়েন করার কারণে পুরো এলাকা এখন যানজটমুক্ত।

রংপুরগামী যাত্রী সোলেমান বলেন, আমরা তো এরকমই পরিবেশ চাই। আসলেই এখন খুব ভালো পরিবেশ আছে। যানজট নেই, রোদের তাপ নেই, মানুষের অতটা চাপ নেই। ভালো লাগছে, আশা করি স্বস্তির যাত্রা হবে।

অন্যদিকে, জমে উঠছে গাবতলীর পশুর হাট। সেখানেই টহলে রয়েছেন সেনা সদস্যরাও। সাবির্ক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা।

এসইউজে/এসএনআর/এমএস

Read Entire Article