সেমির আগে রিয়াল মাদ্রিদের বিমান দুর্ভোগ, প্রস্তুতি নিয়ে চরম বিশৃঙ্খলা

1 month ago 6
প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালের আগে বিশাল ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিউইয়র্কের নিউয়ার্ক বিমানবন্দরে পৌঁছানোর পথে আবহাওয়া-জনিত কারণে ফ্লাইট বিলম্বের কবলে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। এর ফলে বাতিল করতে হয়েছে তাদের সব অনুশীলন এবং ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনসহ সকল মিডিয়া কার্যক্রম। মায়ামি থেকে লস ব্লাঙ্কোসদের রওনা হওয়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টায়। কিন্তু আঞ্চলিক ঝড়ের কারণে ফ্লাইটটি এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয়। স্থানীয় সময় রাত ৭টা ২৮ মিনিটে দ্য অ্যাথলেটিককে এক সূত্র জানায়, দলটি তখনও আকাশে। মাত্র ছয় মিনিট পরেই ফিফা অফিসিয়ালভাবে রিয়ালের সকল সংবাদমাধ্যমের কার্যক্রম বাতিলের ঘোষণা দেয়। অবশেষে রাত ৮টা ৫২ মিনিটে নিউইয়র্কে অবতরণ করে দলটি। রিয়ালের কোচ জাবি আলোনসোর একটি সংবাদ সম্মেলন এবং খেলোয়াড়দের (থিবো কোর্তোয়া, ফেদেরিকো ভালভার্দে এবং জাকোবো রামন) মিশ্র অঞ্চলের সাক্ষাৎকারের কথা ছিল। তবে সবই বাতিল করতে হয়েছে। পিএসজি কোচ লুইস এনরিক প্রথমে শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, ‘সে আসছে না?! সত্যি?! তবে এতে আমার কিছু যায় আসে না। আমি জানতাম না ওদের ফ্লাইটের ব্যাপারে, আশা করি ওরা ঠিকঠাক পৌঁছাবে।’ এর আগে রিয়াল মাদ্রিদ ঠিক করেছিল, ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের পরই নিউইয়র্কে থেকে যাওয়া হবে। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা ফ্লোরিডার পাম বিচে ফিরে যায়, যেখানে সেমিফাইনালের জন্য আলাদা প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছিল। যদিও ফিফার ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাবের জন্য অফিসিয়াল সংবাদ সম্মেলন ও মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। গাইডলাইনের ৪.৩(ই) এবং ৪.৫ ধারায় স্পষ্টভাবে এ শর্ত উল্লেখ আছে। তবু রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া-জনিত অপ্রত্যাশিত সমস্যার কারণে তারা কোনো ধরনের জরিমানা বা শাস্তির মুখোমুখি হবেন বলে মনে করছেন না। ফিফাও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত জানায়নি। এই ঘটনা ফিফার নিয়মকানুনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য কতটা নমনীয়তা থাকবে, সে নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে এক জিনিস স্পষ্ট— মাঠের লড়াইয়ের আগে এই অপ্রত্যাশিত বিমানজট রিয়াল মাদ্রিদের প্রস্তুতিতে বিশৃঙ্খলা তৈরি করেছে।
Read Entire Article