স্ত্রীকে হত্যা করে পাশেই ঘুমিয়ে ছিলেন স্বামী

1 month ago 27

নোয়াখালীর হাতিয়ায় ছুরিকাঘাতে স্ত্রী রিনা আক্তারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. নাহিদ হোসেনের (২৬) বিরুদ্ধে। মরদেহের পাশ থেকে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, স্বামী নাহিদ হোসেন অতিরিক্ত ঘুমের অষুধ খেয়ে নেশাগ্রস্ত ছিলেন। তাকে আটক করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত রিনা আক্তার পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। মো. নাহিদ হোসেন খুলনা জেলার রূপসা থানার রাজাপুর গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারের লোকজন জানান, পাঁচ বছর আগে নাহিদের সঙ্গে রিনাকে বিয়ে দেওয়া হয়। মাদকাসক্ত নাহিদ টাকার জন্য রিনাকে প্রায়ই মারধর করতেন। সোমবার রাতে নেশা করে রিনার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে রিনার বুকে ছুরিকাঘাত করে তার পাশেই ঘুমিয়ে ছিলেন নাহিদ।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ গেছে। আসামি নাহিদ হোসেনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Entire Article