হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেপ্তার

3 hours ago 2

রাজধানীর পল্লবী থানা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মর্তুজাকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩ মার্চ) পল্লবীর আলাদ্দিটেক সরকার আবাসিক এলাকা থেকে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) গোলাম মর্তুজাকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। গোলাম মর্তুজা উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলার ৮ নম্বর আসামি। 

জানা যায়, গ্রেপ্তার গোলাম মর্তুজা পল্লবীতে জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। গোলাম মর্তুজার বাবা হাজি কাবিল হোসেন সরকার পল্লবীর মুসলিম বাজারের সভাপতি ছিলেন। মুসলিম বাজারের সভাপতি থাকাকালীন তার বিরুদ্ধে দুদকসহ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।

প্রসঙ্গত, পল্লবী থানা এবং ক্যান্টনমেন্ট থানার আওতাধীন জুলাই-আগস্ট মাসে সংঘটিত নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে যত হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে গোলাম মর্তুজা অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট হত্যাযজ্ঞকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় মর্তুজার নামে ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।  

Read Entire Article