হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেনকে বহিষ্কার

3 weeks ago 17

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া পৌর শাখার আহ্বায়ক মো. আকরাম হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নোয়াখালী জেলার অধিভুক্ত হাতিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.  আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এছাড়া তিনি দলের নেতাদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করছেন।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরে তাকে আহ্বায়ক পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, তার বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গিয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সে দলের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছে। স্বেচ্ছাসেবক দলের নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। এর বাইরে গেলে সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

Read Entire Article