ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ৬ ইটভাটার মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জান্নাত।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জান্নাত। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ৬টি ইটভাটায় অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটাগুলো চলছিল। পরে মোট ২০ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। উপজেলার সবগুলো ইটভাটায় অভিযান চালানো হবে। পরবর্তীতে জরিমানাসহ জনস্বার্থে বন্ধ করা হবে।
এসময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম