হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, গ্রেফতার আরও ১৭

3 months ago 66

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন খান জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজিব খান জানান, এ ঘটনায় গ্রেফতার ৪৩ জনকে আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এর আগে সোমবার এনসিপি প্রতিনিধি আল আমিন খন্দকার ১০০ জনকে আসামি করে বাসন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। নগরীর চান্দনা চৌরাস্তার উত্তরপাশে উল্কা সিনেমা হলের কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পেছন থেকে মোটরসাইকেলে করে এসে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা চালানো হয়। হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে যায়।

এরপরই এলাকায় অভিযান শুরু করা হয়। অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল পর্যন্ত মোট ৬০ জনকে গ্রেফতার করা হয়।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article