হাসপাতালে লড়েও বাঁচলেন না ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী

3 hours ago 4

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী মুহাম্মদ তানিম (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগের রাতে একই ঘটনায় নিহত হয়েছিলেন হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (৩০)।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে প্রতিপক্ষের হামলার এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দুজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপিকে মৃত ঘোষণা করেন। ভোরে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে যান তানিমও।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ তারেক আজিজ বলেন, একদল যুবক অপির গলা ও শরীরের বিভিন্ন স্থানে এবং তানিমের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। অপি ঘটনাস্থলেই ও তানিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আফসার উদ্দিন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার সদরের পানখালী এলাকায়, তবে তিনি হাটহাজারীর চৌধুরীহাটের সুজন কলোনিতে থাকতেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আফসার ছুরিকাঘাতে সরাসরি অংশ নিয়েছিল এবং নিজেও জখম হয়েছিল। পরে গোপনে চিকিৎসা নিতে গিয়ে ফতেয়াবাদের একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। ঘটনার বিষয়ে মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।

একই ঘটনায় দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নিহতদের সহকর্মীরা বলছেন, রাজনীতি করতে গিয়েই দুই তরুণ প্রাণ হারালেন। এটা বিশ্বাস করা কঠিন।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

Read Entire Article