১০ দিনে ১ লাখ, আড়ালের গল্পটা কেমন?

2 months ago 6

আমরা কি নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ার ইনকাম ইলিউশনে ফেঁসে যাচ্ছি? ১০ দিনে ১ লাখ টাকা! রাতারাতি ক্রিয়েটর! এমন পোস্ট দেখে মনে হয় এত সহজ? আমিও পারি! কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সরল? আড়ালের গল্পটা কেমন?

সেই আয়ের পেছনে থাকে—
> বছরের পর বছর কনটেন্ট বানানোর অভ্যাস
> অগণিত ব্যর্থ ভিডিও
> ঘুমহীন রাত
> ট্রেন্ড বোঝার স্ট্রেস
> এবং বারবার হেরে গিয়ে নতুনভাবে শুরু করার মানসিক প্রস্তুতি।

কী ঝুঁকি তৈরি হচ্ছে এই ইনকাম ফ্যান্টাসি থেকে?
১. অনেক তরুণ তাদের স্থায়ী ক্যারিয়ার বা পড়াশোনাকে অবহেলা করছেন
২. শুধু ইনকামের মোহে পড়ে বাস্তব দক্ষতা অর্জনের পথ থেকে সরে যাচ্ছেন
৩. অনেকে হতাশ হয়ে আবার সোশ্যাল মিডিয়াকেই দোষ দিচ্ছেন অথচ ভুলটা ছিল দৃষ্টিভঙ্গিতে!

আরও পড়ুন

তাহলে করণীয় কী?

• সোশ্যাল মিডিয়া হতে পারে ক্যারিয়ারের একটি দারুণ পথ, যদি পরিকল্পনা ধৈর্য ও ধারাবাহিকতা থাকে
• অনুপ্রেরণা নেওয়া ভালো, তবে শর্টকাটে নয়; স্ট্র্যাটেজিতে বিশ্বাস রাখা উচিত
• এবং সবচেয়ে জরুরি নিজের সামর্থ, আগ্রহ ও বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া।

সোশ্যাল মিডিয়ায় সাফল্য সত্যিই সম্ভব। তবে সেটি রাতারাতি নয়। ধারাবাহিক শ্রম শেখা এবং স্মার্ট কাজের ফল। ভাবুন ও বুঝুন, তারপর দৌড়ান। চোখ বন্ধ করে নয়।

(কনটেন্ট ক্রিয়েটর হাছনাইন সিকদারের পেজ থেকে সংগৃহীত)

এসইউ/এমএস

Read Entire Article