২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ৫ দেশ

1 day ago 10
আগামী বছরের ফুটবল বিশ্বকাপের টিকিটের দৌড় এখন শেষ বাঁকে। মঙ্গলবারের ম্যাচগুলো শেষে আরও পাঁচটি দল ২০২৬ সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আসন্ন এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে সুযোগ পাওয়ার পর এবারই প্রথম বাছাই থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল কাতার। বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য সৌদি আরবের সমীকরণটা ছিল বেশ সহজ। ইরাকের বিপক্ষে ড্র করলেই হতো তাদের। গোলশূন্য ড্র করে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।  আফ্রিকা অঞ্চল থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সেনেগাল ও আইভরি কোস্ট। সাদিও মানের জোড়া গোলে মাউরিতানিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করে সেনেগাল। অন্যদিকে, বাঁচা-মরার ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে আইভরি কোস্ট। একই পথে হেঁটেছে দক্ষিণ আফ্রিকাও। ২০১০ সালে আয়োজক হিসেবে সুযোগ পাওয়ার পর এবার তারা বাছাই থেকে যোগ্যতা অর্জন করল।   এদিকে, এশিয়া ও আফ্রিকার বাইরে ইউরোপের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।  
Read Entire Article