৩ জনকে কুপিয়ে জখম, মারা যাওয়ার গুজবে অগ্নিসংযোগ-লুটপাট

7 hours ago 5

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় মাদক কারবার ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পরে আহতদের মধ্যে দুজন মারা গেছেন, এমন গুজবে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সান্ধার পট্টি এলাকার রবিন (২৫)। বাকি দুইজনের বাড়িও সান্ধার পট্টি এলাকায় তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্ধার পট্টি এলাকার মধ্যে মাদক কারবার ও আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে নারুলী এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্ধার পট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পরই আহতদের মধ্যে দুজন মারা গেছেন-এমন গুজব ছড়িয়ে পড়লে সান্ধার পট্টি এলাকার প্রায় শতাধিক মানুষ দেশিয় অস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর, চারটি বাড়ির প্রায় ২০ ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট এবং সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

এলবি/এনএইচআর/জেআইএম

Read Entire Article