ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
বিমান উপদেষ্টা বলেন, বিমানবন্দর হলো কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) এলাকা। এখানে নিজস্ব অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নিনির্বাপণ সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। তবু যত ধরনের অভিযোগ এসেছে, তা আমলে নিয়ে আজকের আন্তঃমন্ত্রণালয়ের সভায় বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আগুনের যে লেলিহান শিখা দেখা গিয়েছিল, যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। এই ধূম্রজালের ভেতর দিয়ে ঘটনাস্থলে পৌঁছার মতো অবস্থা ছিল না।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, আগুন ছড়িয়ে পড়ায় দায়িত্ব অবহেলা নিয়ে অনেক অভিযোগ আসছে। তদন্তের ক্ষেত্রে নাশকতাসহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না, সব অভিযোগ আমলে নেব। এজন্য আজ আন্তঃমন্ত্রণালয়ের সভা করা হবে। এ সভায় সব অভিযোগ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ক্যাটালগিং কমিটি করা হয়েছে, যারা আগুনের পূর্ববর্তী ও বর্তমান অবস্থাসহ পুরো ঘটনার ক্যাটালগিং করবে। পরে গোয়েন্দা সংস্থাসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবো।
উপদেষ্টা বলেন, আমরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করবো। যেন পণ্য সরবরাহে কোনোরকম জটিলতা না হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ইন্স্যুরেন্স কভারেজে কী আছে, বিমানবন্দরে ইন্স্যুরেন্স কভারেজ কী আছে—সবকিছু আমলে এনে আমরা সিদ্ধান্ত নেবো।
এমএমএ/এমআইএইচএস/জেআইএম