৩৫ মামলার আসামি আব্বাসসহ তিন মাদক কারবারি গ্রেফতার

3 weeks ago 20

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ৩৫ মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি আব্বাসসহ পেশাদার মাদক কারবারি চক্রের তিন সক্রিয় সদস্যকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন মো. আব্বাস মিয়া (৪২), মোসা. তারা বানু (৩৪) ও মো. সেলিম (৪৩)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গতকাল বৃহস্পতিবার থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আলকাতরা ফ্যাক্টরি মোড়ে ব্যাটারি গলির বিপরীত পাশে ফুটপাতের বস্তিতে চিহ্নিত মাদক কারবারিরা মাদক বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানার আভিযানিক টিম।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আভিযানিক দলটির তৎপরতায় তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিন কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ হাজার ৭০০ টাকা। এছাড়া গাঁজা বিক্রির নগদ আরও ২৭ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার তিনজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার আব্বাসের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা, তেজগাঁও থানা ও শেরেবাংলা নগর থানায় মাদকের ৩৫টি মামলা রয়েছে। অপরদিকে গ্রেফতার তারা বানু এবং সেলিমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকের একটি করে মামলা রয়েছে।

টিটি/জেএইচ/এএসএম

Read Entire Article