৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনল মিনিস্টার

আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী নো-ফ্রস্ট ইনভার্টার নতুন ৪টি মডেলের রেফ্রিজারেটর বাজারজাত শুরু করল দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার – মাইওয়ান গ্রুপ।  সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে M-435, M-509, M-541 এবং M-646  মডেলের নান্দনিক ডিজাইনের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মেচন করা হয়। আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনসম্পন্ন রেফ্রিজারেটরগুলো ভোক্তাদের আরও উন্নতর সেবা নিশ্চিত করবে। এগুলোর মধ্যে ডবলডোর বিশিষ্ট M-435 মডেলের নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারটিতে রয়েছে ৭৫% রেফ্রিজারেটর এবং ২৫% ফ্রিজার পার্ট। এতে আরও রয়েছে  E/A+ গ্রেড এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।  M-509 মডেলের ফ্রেঞ্চডোর নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটি একনজর দেখলেই যেকারো নজর কাড়বে এর নান্দনিক ডিজাইনের কারণে। ভোক্তাদের রুচি-পছন্দ এবং চাহিদার ওপর ভিক্তি করে এর ৬৫% রেফ্রিজারেটর এবং ৩৫% ফ্রিজার স্পেস রাখা হয়েছে। এতে আরও রয়েছে E/A+ বিশ্বমানের এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে

৪টি নতুন মডেলের রেফ্রিজারেটর বাজারে আনল মিনিস্টার

আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী নো-ফ্রস্ট ইনভার্টার নতুন ৪টি মডেলের রেফ্রিজারেটর বাজারজাত শুরু করল দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার – মাইওয়ান গ্রুপ। 

সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে M-435, M-509, M-541 এবং M-646  মডেলের নান্দনিক ডিজাইনের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মেচন করা হয়। আধুনিক প্রযুক্তি এবং ডিজাইনসম্পন্ন রেফ্রিজারেটরগুলো ভোক্তাদের আরও উন্নতর সেবা নিশ্চিত করবে।

এগুলোর মধ্যে ডবলডোর বিশিষ্ট M-435 মডেলের নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারটিতে রয়েছে ৭৫% রেফ্রিজারেটর এবং ২৫% ফ্রিজার পার্ট। এতে আরও রয়েছে  E/A+ গ্রেড এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন। 

M-509 মডেলের ফ্রেঞ্চডোর নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটি একনজর দেখলেই যেকারো নজর কাড়বে এর নান্দনিক ডিজাইনের কারণে। ভোক্তাদের রুচি-পছন্দ এবং চাহিদার ওপর ভিক্তি করে এর ৬৫% রেফ্রিজারেটর এবং ৩৫% ফ্রিজার স্পেস রাখা হয়েছে। এতে আরও রয়েছে E/A+ বিশ্বমানের এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, Care+ স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, Eco মোড এবং চাইল্ডলক সিস্টেম। 

M-541 মডেলের ৫১৫ লিটার ধারণক্ষমতার সিলভার–ব্ল্যাক কালারের ডবলডোর নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরটিতে রয়েছে বিল্ট–ইন ওয়াটার ডিসপেনসার। এতে আরও রয়েছে ৭৫% রেফ্রিজারেটর এবং ২৫% ফ্রিজার পার্ট। মডেলটিতে ব্যবহৃত হয়েছে E/A+ এনার্জি সেভার এবং মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন। 

M-646 মডেলের ৬২২ লিটার ধারণক্ষমতার ব্ল্যাক কালারের সাইড–বাই–সাইড নো–ফ্রস্ট ইনভার্টার রেফ্রিজারেটরে রয়েছে ৬৫% রেফ্রিজারেটর এবং ৩৫% ফ্রিজার পার্ট। ফ্রিজার পার্টে ৪টি Fixed Glass Shelves ও ৩টি Transparent Drawer এবং রেফ্রিজারেটর পার্টে ৪টি Height Adjustable Glass Shelves ও ৩টি Transparent Drawer রয়েছে। 

এতে আরও রয়েছে E/A+ এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, চাইল্ডলক সিস্টেম এবং আধুনিক Fast Freeze ফাংশন, যা –৩২C° তাপমাত্রায় পৌঁছানোর ২৬ ঘণ্টা পর সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। Smart মোড ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা যথাক্রমে ৫C° এবং –১৮C° এ স্থির রাখে। এর পাশাপাশি LECO প্রযুক্তি ২০ মিনিটের জন্য Active হয় এবং এই প্রযুক্তির ফলে দুর্গন্ধ ও ব্যাকটেরিয়াকে ভেঙে CO₂ ও H₂O তে রূপান্তর করে ভেতরের পরিবেশকে আরও সতেজ রাখে। 

প্রতিষ্ঠানটির শোরুম সেলস চ্যানেলের সম্মানিত পরিচালক মো. মাহমুদুর রহমান খান জানান, নো–ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির এসব নতুন মডেল ৪টি সম্মানিত গ্রাহকের চাহিদা, বিদ্যুৎ সাশ্রয়, খাদ্যের গুণগতমান অটুট রাখাসহ দীঘ্যদিন খাদ্য সতেজ থাকবে। তিনি আরও আশা প্রকাশ করেন ৪টি নতুন মডেলের রেফ্রিজারেটরই বাজারে প্রিমিয়াম সেগমেন্টে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি সম্মানিত ভোক্তাদের নতুন অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow