৮৭ বলে ফিফটি করে আউট হৃদয়

2 hours ago 5

মিরপুরের ধীরগতির পিচে ৮৭ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। তবে ক্যারিয়ারের ১১তম ফিফটির পর বেশিদূর এগোতে পারেননি তিনি। ৫১ রানেই সাজঘরে ফিরেছেন হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১৬ রান। মাহিদুল ইসলাম অঙ্কন ১৬ আর মেহেদী হাসান মিরাজ ২ রানে অপরাজিত আছেন।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে ফেরানো হয় সৌম্য সরকারকে। সঙ্গে ছিলেন সাইফ হাসান।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই সাইফ হাসানকে এলবিডব্লিউ করেন রোমারিও শেফার্ডকে। এলবিডব্লিউটা এতটাই স্পষ্ট ছিল যে, সাইফ হাসান রিভিউ নেওয়ার সাহস করেননি। ৩ রানে বিদায় নেন তিনি।

এরপরের ওভারের প্রথম বলেই জাইডেন সিলসকে কভার পয়েন্ট এরিয়া দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। দীর্ঘদিন পর দলে ফিরে ৪ রানেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

তৃতীয় উইকেটে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়। যদিও জুটিটি ছিল ধীরগতির। ১২০ বল খেলে ৭১ রান যোগ করেন তারা। শান্তর এলবিডব্লিউয়ে ভাঙে এই জুটি। খারে পিয়েরির বলে ফেরার আগে শান্ত করেন ৬৩ বলে ৩ বাউন্ডারিতে ৩২।

এমএমআর

 

Read Entire Article