অপরাধীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বিএনপি নেতার

2 months ago 14

ঢাকা মহানগর দক্ষিণের ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত এমন কাউকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। 

রোববার (২৯ জুন) বেলা ১২টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য এবং আওয়ামী লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলপরবর্তী পথসভায় এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম রফিক বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোনোপ্রকার মাদক কারবার, চাঁদাবাজিসহ কোনো প্রকার মব সৃষ্টি করার চেষ্টা করে তবে তাদের আটক করে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন উপায়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। এদের থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে।

বিক্ষোভ মিছিল ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টাফ কোয়ার্টার আন্ডারপাসের নিচে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- ৬৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মো. কবির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিট সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম।

Read Entire Article