উঠানে খেলার সময় সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

3 months ago 49

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির উঠানে খেলতে থাকা অবস্থায় সাপের কামড়ে তাসলিমা নামের এক শিশুর (২) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু তাসলিমা বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের শামীম মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে খেলা করার সময় তাসলিমাকে বিষধর সাপে কামড় দেয়। বিষয়টি তার দাদি দেখতে পান। অসুস্থ অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল নোমান/এফএ/এএসএম

Read Entire Article