এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার ৪১

2 months ago 6

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে ২২ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ২৩ জন এইচএসসি, ১০ জন আলিম এবং ৮ জন কারিগরি বোর্ডের পরীক্ষার্থী।

রোববার (২৯ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষা শেষে এই তথ্য জানিয়েছে। 

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৩৫ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৪১ জন অংশ নেন। অনুপস্থিতির সংখ্যা ছিল ১৫ হাজার ৮৯৮ জন, যা মোট পরীক্ষার্থীর ১.৭০%। অসদুপায় অবলম্বনের দায়ে ২৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 
এর মধ্যে ঢাকা বোর্ডের ৮ জন, রাজশাহী ও বরিশাল বোর্ডের ৩ জন করে, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের ২ জন করে, যশোর বোর্ডের ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন রয়েছেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিমের ২য় দিনে আরবি প্রথম পত্র এবং আরবি সাহিত্য পরীক্ষায় মোট ৮৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ২৯২ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৯১ জন, যা মোট পরীক্ষার্থীর ৫.৩৬%। অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জন আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির ইংরেজি-২ এবং একাদশ শ্রেণির ইংরেজি-১ পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৪২ জন অংশ নেন। এই পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ২ হাজার ২ জন, যা ১.৯৪%। অসদুপায় অবলম্বনের দায়ে ৮ জন কারিগরি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
 

Read Entire Article