‘একটি সিগারেটের দাম দিয়ে তিনটি কলা খাও, স্বাস্থ্যের উপকার হবে’

3 months ago 11

‘যে ১০-২০ টাকা দিয়ে একটি সিগারেট কেনা হয়, তা দিয়ে তিনটি কলা খাও। এতে একই খরচে স্বাস্থ্যের উপকার হবে’—মাদকবিরোধী এক মতবিনিময় সভায় এভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার বার্তা দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।

শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী ওই বিশেষ মতবিনিময় সভা। এতে ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বর্ষের সাড়ে ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

প্রধান আলোচক জাফরুল্ল্যাহ কাজল মাদকাসক্তির কারণ, কুফল, প্রভাব, প্রতিরোধের উপায় ও উত্তরণের নানা দিক নিয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে আলোচনা করেন।

এসময় তিনি বলেন, ‘আমরা দেখেছি যারা মাদক গ্রহণ করে, তারা প্রত্যেকেই ধূমপানে আসক্ত। এই ধূমপানই ধীরে ধীরে মাদকের দিকে ধাবিত করে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। এটি কেবল ব্যক্তিকে নয়, তার পরিবারকেও বিপর্যস্ত করে তোলে। তাই মাদকের কুফল সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞাসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

শিক্ষার্থীদের উদ্দেশে ডিন অধ্যাপক বাহানুর রহমান বলেন, যারা ভালো ভেটেরিনারিয়ান হতে চাও, তোমরা সময়ের সর্বোত্তম ব্যবহার করো। যদি আমরা সময় নষ্ট করি, তবে তা আর কখনো ফিরে আসবে না। লেখাপড়া ও চাকরিসহ সবক্ষেত্রে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতার মনোভাব সবসময় ধারণ করতে হবে।

আসিফ ইকবাল/এসআর

Read Entire Article