কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের

3 months ago 9

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের বিক্ষোভে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কে ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরেধ করে বিক্ষোভ চলছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের কোট বাজার ও হোয়াইক্যং উনচিপ্রাংয়ে এ বিক্ষোভ শুরু হয়।

জানা গেছে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা ব্র্যাক, কোডেক, ফ্রেন্ডশিপ ও মুক্তি পরিচালিত স্কুলগুলোতে রোহিঙ্গাদের রেখে স্থানীয় এক হাজার ২৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেন শিক্ষকরা। এতে হাইওয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

jagonews24

উনচিপ্রাংয়ের বিক্ষোভকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন, রোহিঙ্গা শিশুদের নিয়ে ক্যাম্পে পরিচালিত স্কুল থেকে রোহিঙ্গা শিক্ষকদের রেখে আমাদের স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুত করেছে। আমরা এর আগেও চাকরি ফিরে পেতে আন্দোলন করেছি। এখনো আমাদের চাকরি ফিরিয়ে পাইনি তাই আন্দোলন করছি।

কোট বাজারের বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষক বোরহান উদ্দিন বলেন, আমরা চাকরি ফিরে পেতে শরণার্থী কমিশনারসহ এনজিও সংস্থার কর্মকর্তাদের এর আগেও বহুবার বলেছি। তারা বারবার অর্থ সংকট দেখিয়ে যাচ্ছেন। চাকরি ফিরিয়ে দিচ্ছে না। তাই রাজপথে আন্দোলন করছি।

jagonews24

এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় শিক্ষকরা যে আন্দোলন করছেন সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জাহাঙ্গীর আলম/এমএন/জেআইএম

Read Entire Article