কক্সবাজার সৈকতের ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ

2 months ago 5

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো অপসারণ করা হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ এগুলো ভেঙে সরিয়ে ফেলে।

কক্সবাজার পৌরসভার স্বেচ্ছাসেবক মাকছুদ মিয়া জানান, ঈদুল আজহার আগে গণসচেতনতা বিষয়ক বিলবোর্ডটি আংশিক ভেঙে পড়ে। তারপর এটিকে মেরামতের সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর ঈদের ছুটি শুরু হয়ে যায়। ফলে বিলবোর্ডটি মেরামত করা হয়নি। এরপরে বিলবোর্ডটি আরও ভেঙে যায়।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ বিলবোর্ডটি ভেঙে ফেলার নির্দেশনা দেয়। তাই এটি ভেঙে এখান থেকে সরিয়ে ফেলা হয়। এটি যে অবস্থায় ছিল, যদি না সরানো হতো তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো।

কক্সবাজার জেলা প্রশাসনের জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, বিলবোর্ডটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই এটি ভেঙে অপসারণ করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

Read Entire Article