কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

2 months ago 6
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের পিস্তল হাতে গুলি ছোড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে সেখানকার স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শনিবার (২৮ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কিশোর গ্যাং লিডার তেহিম মাতবর শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি বহুতল ভবনের ছাদে ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ ডান হাতে একটি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। ভিডিওর পর থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, তেহিম মাতবর দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটে আসছে। গার্মেন্টসকেন্দ্রিক এ এলাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে কেউ তেহিমের বিরুদ্ধে মুখ খুলতেন না। তেহিমের গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সাহস করে নির্যাতনের স্মৃতি তুলে ধরছেন। স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল বলেন, তেহিম এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। সে কাউকে তোয়াক্কা করে না। তার গুলি ছোড়ার ভিডিও আমি নিজেও দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি। শ্রীপুর থানা ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে। তাকে পেলে বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে পুলিশের একাধিক সিভিল টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article