কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

3 months ago 12

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামে তার মৃত্যু হয়।

নিরোধ দাস ওই গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির সামনে নিজেদের খলায় খড় শুকানোর কাজ করছিলে নিরোধ দাস। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। নিরোধ দাস দৌঁড়ে বাড়ির দিকে রওয়ানা হন। পথে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, বজ্রপাতে নিরোধ দাস নামের একজনের মৃত্যু হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/এমএস

Read Entire Article