আগামী জাতীয় নির্বাচন যেন সঠিক সময়ে না হয় কোনো কোনো রাজনৈতিক দল সেই চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা ঠিক হচ্ছে না। এখন দরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার। কারণ দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে এটার ওপর।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এসময় তিনি, জিয়াউর রহমানের দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপগুলো তুলে ধরেছিলেন। কৃষি, শিল্প-কারখানা, বিদেশে শ্রমিক পাঠানোর পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
সংস্কার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। এ দেশে যত ভালো কাজ হয়েছে সব বিএনপির হাত ধরেই।
বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের কথা বলে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে আমাদের পরিবর্তন আনা দরকার ছিল।
তিনি বলেন, ইউটিউব ও ফেসবুকে বিএনপিকে নিয়ে নানা কথা লেখা হয়। ভিলেন বানাতে চায়। তাদের বলি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, তার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য তাকে কি এত সহজেই ছুড়ে ফেলা যায়? কখনো যায় না।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান স্বাধীনতার পতাকা, দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা হাত উঁচু করে তুলে ধরেছেন। আমরা তার নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবো এবং গণতন্ত্রকে আরও উজ্জিত করবো, ইনশা আল্লাহ।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস