ছায়া সংসদে বিতর্কে চ্যাম্পিয়ান ইডেন মহিলা কলেজ

2 months ago 8
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। শনিবার (২৮ জুন) আয়োজিত এবারের বিতর্কের বিষয়বস্তু ছিল- ‘তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ইডেন মহিলা কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করে ইস্টার্ন ইউনিভার্সিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটির আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক কাজী জেবেল, কালবেলার চিফ রিপোর্টার সাংবাদিক জাকির হোসেন লিটন ও সাংবাদিক সাইদুর রহমান। ছায়া সংসদে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। সরকারি দলের পক্ষ থেকে ইডেন মহিলা কলেজের সঠিক যুক্তি, প্রাঞ্জল উপস্থাপনা এবং তথ্যনির্ভর বিশ্লেষণ বিচারকমণ্ডলীর কাছে অধিক গ্রহণযোগ্য বিবেচিত হওয়ায় এই বিজয় তাদের প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
Read Entire Article