জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু

3 months ago 24

ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। সব ভেদাভেদ ভুলে সব বয়সী মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হলো ঈদুল আজহার প্রধান জামাত।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ঈদের প্রধান জামাতের ইমামতি করছেন।

ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে হাজির হতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এদিকে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‍‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

কেআর/এসএনআর/এমএস

Read Entire Article