জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফের আসছে জোবাইক

2 months ago 6
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও চালু হচ্ছে সাইকেল রেন্টাল পরিসেবা জোবাইক। শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচল সহজ করতে প্রাথমিকভাবে ১০০টি সাইকেল দিয়ে সার্ভিসটি চালু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (২৯ জুন) জোবাইকের সিইও মেহেদি রেজা এ তথ্য নিশ্চিত করেন। আগামী আগস্ট মাস থেকে জোবাইক অ্যাপসে নিবন্ধন করে শিক্ষার্থীরা এ সেবা নিতে পারবেন বলে জানান তিনি। তিনি বলেন, আমরা দ্রুতই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের রেন্টাল সাইকেল সেবা চালু করতে যাচ্ছি। এর আগেও আমরা সেখানে সার্ভিস দিয়েছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। পার্কিং পয়েন্ট এবং প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন করে দ্রুতই আমরা আমাদের সেবা চালু করতে পারব বলে আশা করছি। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে সম্ভাব্য সব উপায়েই আমরা চেষ্টা করছি। পূর্বে এ সেবাটি আমাদের শিক্ষার্থীরা বেশ পছন্দ করেছে। এজন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে অবগত করেছি। আশা করি দ্রুতই শিক্ষার্থীদের জন্য সার্ভিসটি চালু করতে পারব। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জোবাইক সার্ভিস চালু হয়। এতে একজন ব্যবহারকারীকে মোবাইলে জোবাইক অ্যাপস ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তীতে আইডিতে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করে ইচ্ছামতো সময় অনুযায়ী একটি বাইসাইকেল চালাতে পারেন। প্রথম দিকে সামান্য জটিলতা দেখা গেলেও ধীরে ধীরে অ্যাপটি শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হতে থাকে। তবে করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় জোবাইক বড় আকারের লোকসানে পড়ে সেবা বন্ধ করতে বাধ্য হয়।
Read Entire Article