‘জুলাই সনদ’ তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন : প্রিন্স 

2 hours ago 6

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ‘জুলাই সনদ’ বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন। জনগণের রায় নিয়ে সরকার গঠন করে বিএনপি ঐকমত্যের ভিত্তিতে প্রণীত জুলাই সনদ এবং বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ৩১ দফার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে ফ্যসিবাদ ও বৈষম্যহীন সাম্য, মানবিক, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে। 

শক্রবার (১৭ অক্টোবর) সকালে ধোবাউড়া সদরে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে ধোবাউড়া ট্রাইবাল এসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

মতবিনিময় সভায় গারো, হাজং জনগোষ্ঠীর নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এমরান সালেহ প্রিন্স তাদের বক্তব্য শোনেন এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় এসে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। 

তিনি বলেন, বিএনপি রাস্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ মোতাবেক সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জীবনধারা রক্ষা এবং তাদের সমস্যা সমাধানে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে। ধোবাউড়া ও হালুয়াঘাটে গারো, হাজংদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিকাশ তুলে ধরতে পৃথক জাদুঘরসহ তাদের নিরাপত্তা, মর্যাদা প্রতিষ্ঠা এবং গির্জা, মন্দির, খেলার মাঠ, রাস্তা, সেতু সংস্কার এবং সাংস্কৃতিক অ্যাকাডেমি কার্যকর করা হবে। একই সাথে এসব জনগোষ্ঠীর বেকারদের কর্মসংস্থান করা হবে। নারীদের প্রশিক্ষণ দিয়ে তাঁত শিল্প গড়ে তোলা হবে। গারো, হাজংদের বৈচিত্রময় জীবন এবং  পাহাড় ও বনাঞ্চলে জীব বৈচিত্র রক্ষা করে পর্যটকদের আকর্ষণ করতে ‘সাফারী পার্ক ও পর্যটন এলাকা’ গড়ে তোলা হবে। 

মতবিনিময় সভায় বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে বিএনপি আমলে রাষ্ট্র তাদের পাশে থাকবে। তিনি বলেন, সংখ্যা গুরু বা সংখ্যা লঘু নয়, বৃহৎ বা ক্ষুদ্র নয়, সকল জনগোষ্ঠী এক এবং অভিন্ন। সকলে আমরা বাংলাদেশি। ধর্ম, সংস্কৃতি, ভাষা, দল, মত যার যার, রাষ্ট্র সবার- এই নীতি বিএনপির।

ধোবাউড়া ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান শামুয়েল চিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমীর পরিচালক প্রকৌশলী প্রলয় স্নাল , কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজং, হালুয়াঘাট ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সুব্রত রেমা , ফুলপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রশান্ত কুমার সিংহ, জাতীয় হাজং সমিতির সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি বক্তব্য রাখেন।

এ ছাড়াও তিনি আজ জুম্মার নামাজের পর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চাড়ুয়াপাড়া বাজারে লিফলেট বিতরণ  ও গণসংযোগ করেন এবং দুপুরে পুটিমারী বাজারে ৭নং, বিকেলে চাড়ুয়াপাড়া বাজারে ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
 

Read Entire Article