ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেলো ‘সমাধান সার্ভিসেস’

3 months ago 14

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেডকে’ লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘সমাধান সার্ভিসেস লিমিটেডকে’ পিএসডি/এডিসিএন্ডএল(সমাধান)/৫৫/২০২৫-১০৮১ সংখ্যক পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার) হিসেবে লাইসেন্স প্রদান করা হলো।

এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর পিএসপি লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকে প্রথম আবেদন করে সমাধান সার্ভিসেস। প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেরি করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ ও রিকারশন ফিনটেকসহ ৮টি পিএসপি আছে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি ও বাংলালিংক ডিজিটাল ওয়ালেট নিয়ে আসতেও আগ্রহী। এরই মধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে দারাজ ও চালডালের মতো অনলাইন মার্কেটপ্লেস।

ইএআর/ইএ/জেআইএম

Read Entire Article