‘ডু অর ডাই’ ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে মোস্তাফিজের দিল্লির?

3 months ago 81

হাতে আছে দুই ম্যাচ। আইপিএলের চলতি আসরে টিকে থাকতে হলে দুটি ম্যাচেই জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে। অস্তিত্ব রক্ষার প্রথম লড়াইয়ে আজ বুধবার প্লে-অফে দৌড়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মোস্তাফিজুর রহমানের দল।

প্লে-অফে যেতে মুম্বাইয়ের সমীকরণ দিল্লির মতোই। অর্থাৎ হার্দিক পান্ডিয়ার দলকেও হাতে থাকা দুই ম্যাচের দুটিতেই জিততে হবে।

আজকের ম্যাচটি হবে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কিন্তু আশংকার বিষয় হলো- ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চল মুম্বাইয়ে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাসে চার দিনের জন্য ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। অ্যাকু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ এবং সেটি প্রায় ১.৫ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশে পর্যন্ত কমে আসলেও আবহাওয়ার অবস্থা এতটাই পরিবর্তনশীল যে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

Peak Mumbai.

Really wonder how Mumbai vs Capitals happen tomorrow. The city’s weather is in shambles. Lightning, rain, wind everything at once. #Mumbai #MIvDC #Wankhede

pic.twitter.com/Uky6o9zTt7

— Parth (@TheSoulSpartan) May 20, 2025

যে কারণে ভক্তদের কারো কারো মনে প্রশ্ন উঠেছে, যদি অতি গুরুত্বপূর্ণ এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, তাহলে মোস্তাফিজের দিল্লি ও মুম্বাইয়ের প্লে-অফের সমীকরণ কী দাঁড়াবে।

বলে রাখা ভালো, বৃষ্টির কারণে ম্যাচ ভেসে গেলে বেশি ঝুঁকিতে পড়বে দিল্লি। অন্যদিকে মুম্বাইয়ের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটা।

মুম্বাই ইতিমধ্যেই দিল্লির চেয়ে এক পয়েন্টে এগিয়ে রয়েছে। যদি ম্যাচটি ভেসে যায়, তাহলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। এই পরিস্থিতিতে মুম্বাইয়ের পয়েন্ট দাঁড়াবে ১৫ এবং দিল্লির ১৪।

উভয় দলই তাদের শেষ লিগ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। উল্লেখ্য যে, গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরবিসি) সঙ্গে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে পাঞ্জাব।

যদি মুম্বাই বনাম দিল্লির ম্যাচে কোনো ফল না আসে, তাহলে দিল্লিকে তাকিয়ে থাকতে হবে মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচের ফলাফলের দিকে। ওই ম্যাচই লিখে দেবে দিল্লির ভাগ্য।

মুম্বাই তাদের শেষ ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দিলে আপনি আপনিই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে দিল্লি। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না মোস্তাফিজদের।

আজকের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে শীর্ষ চারে উঠতে দিল্লিকে বসতে হবে প্রার্থনায়। একাগ্রচিত্তে তাদেরকে চাইতে হবে, মুম্বাই যেন শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হেরে যায়।

যে কারণে দিল্লি চাইবে, আজ মুম্বাইয়ের বিপক্ষে তাদের ম্যাচটি যেন সংক্ষিপ্ত হলেও মাঠে গড়ায় এবং ফলাফল নিজেদের পক্ষে আসে।

এমএইচ/

Read Entire Article