ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে র‌্যাবের টহল জোরদার

3 months ago 7

ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে টহল জোরদার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন। এসময় র‌্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।

কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, সম্প্রতি মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এতে করে মহাসড়কে র‌্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এই টিম বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে। এছাড়া পুরো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় প্রতিটি গাড়িতে র‌্যাব ও পুলিশের নম্বরসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।

গত কয়েকদিনে মহাসড়কের টাঙ্গাইলর অংশে চারটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও চালকদের মধ্যে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করে নিচ্ছে ডাকাতদল। ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/এএসএম

Read Entire Article