ঢাকায় চলছে ৩ দিনের সেফ এইচভিএসিআর ও কোল্ড চেইন প্রদর্শনী

5 months ago 96

ঢাকার আইসিসিবিতে তিন দিনব্যাপী 'সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৫' শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী বৃহস্পতিবার (১৫ মে) সকালে উদ্বোধন করা হয়েছে।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনীটি শনিবার (১৭ মে) পর্যন্ত সব দর্শকের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এইচভিএসিআর এবং কোল্ড চেইনের সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলো এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর বিলাল বেলিউট, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (CEAB)-এর ট্রেড অ্যান্ড সার্ভিসেস ব্রাঞ্চ সভাপতি হান জিংচাও, ASHRAE বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি নুর আলম, ASHRAE বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসমতুজ্জামান ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়জুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন কোল্ড চেইন উদ্যোক্তারা। তারা আমের পাল্প, টমেটো, গাজর, মাংস, খেজুরসহ বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতে বিশেষ ভূমিকা রাখছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।

এনএইচ/এমএইচআর/জিকেএস

Read Entire Article