দর্শকদের দুয়ো নিয়ে মুখ খুললেন লিটন দাস

5 days ago 10
বিপিএলে মাঠে দর্শকদের দুয়ো নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানালেন লিটন দাস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় দর্শকদের একাংশ তাকে উদ্দেশ্য করে সমস্বরে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়োধ্বনি দেয়। লিটন সেই সময় পেছনে ফিরে নির্বাকভাবে তাকিয়ে থাকেন। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।  ঘটনার পর নেটিজেনদের একটি বড় অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সমালোচনা করেছেন ওই দর্শকদের। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিও এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি ফেসবুক পোস্টে লিটনকে সমর্থন জানায়।  লিটন দাস নিজেও সেই পোস্ট শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের এই বিশ্বাস আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।’ ঢাকা ক্যাপিটালস তাদের পোস্টে লিটনকে প্রশংসায় ভাসিয়ে লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা একজন তারকা ব্যাটার। আপনি বাধা দেখেন, আমরা দেখি ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের গৌরব।’  চলতি বিপিএলে লিটন শুরুর দিকে রান না পেলেও সম্প্রতি ৭৩ এবং অপরাজিত ১২৫ রানের দুটি দারুণ ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি ৪২.১৬ গড়ে এবং ১৫৫.২১ স্ট্রাইকরেটে ২৫৩ রান করেছেন। তবে তার দল ঢাকা ক্যাপিটালস ৮ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে এবং পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে।  লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স এবং মাঠে তার প্রতি দর্শকদের আচরণ নিয়ে আলোচনা চলছেই। তবে নিজের শৈল্পিক ব্যাটিং দিয়ে লিটন এই সমালোচনার জবাব দিতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে।
Read Entire Article