দাবি আদায়ে গণঅনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।
পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার (১৬ মে) বিকেল ৩টা ৫০ মিনিটে অনশন কর্মসূচির ঘোষণা দেন ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ। তারপর থেকে প্রথমে ৪০ শিক্ষার্থী অনশনে বসেন। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আরও ৪০ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ জন শিক্ষার্থী অনশনে রয়েছে।
কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডানপাশে পুলিশ ব্যারিকেডের সামনে বসে শিক্ষার্থীদের একাংশ অনশনে বসেছেন। অন্যান্য শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মোড়।
‘ইউজিসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ‘আমার ভাই আহত কেন, মাহফুজ তুই জবাব দে’ ‘আমার বোন আহত কেন, মাহফুজ তুই জবাব দে’, ‘১, ২, ৩, ৪ ক্যাম্পাস আমার অধিকার, ‘বৈষম্যের ঠিকানা, এ বাংলায় হবে না’, ক্ষমতা না জনতা, জনতা জনতা।’
এছাড়া ‘তুমি কে, আমি কে? জবিয়ান জবিয়ান’, সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, ‘রক্ত লাগলে রক্ত নে, তবু মোদের হল দে’, ‘আইসা পড়ছি যমুনা, খালি হাতে যামু না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে’সহ নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
অধ্যাপক মঞ্জুর মোর্শেদ বলেন, দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত অনশন চলবে। এছাড়া ইউজিসিতে আমাদের কয়েকজন সহকর্মী শিক্ষক বৈঠকে বসেছেন সেখানের আপডেটও জানানো হবে।
গত বুধবার (১৪ মে) দুপুর ২টা থেকে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
আরএএস/এমএএইচ/এএসএম