দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

3 months ago 43

দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেল চারটার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল।

কিন্তু বেলা বারোটা নাগাদ দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়।

দু’দেশের সরকারেরই নির্ভরযোগ্য সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। তবে এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

শুধু বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে তিনি জানান।

সূত্র: বিবিসি বাংলা

এমএসএম

Read Entire Article