দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণের মামলা নিষ্পত্তির দাবি

3 hours ago 4

ধর্ষণের অভিযোগে দায়ের মামলাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস।

সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি জানায় সংগঠনটি। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম, সহসভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী, সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দাবি আদায় না হলে জুলাই-আগস্টের প্রেরণা নিয়ে নারীরা আবারও রাস্তায় নামতে বাধ্য হবে। এ সময় তারা আদর্শবান পুরুষদের তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। 

অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনায় অনেক সময় আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবে ধর্ষকরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় মামলাও নেওয়া হয়নি। এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেব না।

ড. ফেরদৌস আরা বকুল বলেন, আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে বাইরে সমান নিরাপদ বোধ করবেন। আওয়ামী লীগের নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থায় মানুষের নৈতিকতার বিলুপ্ত হয়েছে। সেজন্য সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামি সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামি শিক্ষার বিকল্প নেই।

Read Entire Article