নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

3 months ago 13

নারায়ণগঞ্জের রুপগঞ্জে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মৃত নুরুল হকের ছেলে মিলন মোল্লা ও কালীগঞ্জের মর্তুজাবাদ এলাকার আব্দুল্লাহর ছেলে সজীব।

অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন, রূপগঞ্জের মো. বুরুজ মেম্বারের ছেলে মো. আলম মিয়া, মো. বজলুর রহমানের ছেলে মো. জোবায়ের রহমান, ইব্রাহীমের ছেলে মোজাম্মেল হক, মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, মো. আফসার উদ্দিনের ছেলে মো. আব্দুল হক, আব্দুর ছেলে মো. বাবুল মিয়া, হানিফ মোল্লার ছেলে লস্কর আহমেদ জীবন ও মৃত আসলামের ছেলে রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৯ সালের ২০ আগস্ট সাজাপ্রাপ্তরা নুরুল হকে বাসায় ফেরার পথে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার বিচার কাজ শেষে আদালত রায় ঘোষণা করেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

Read Entire Article