নেইমারের জন্য আবার দুঃসংবাদ!

8 hours ago 4

ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে বড় আঘাত খেলেন নেইমার। বৃহস্পতিবার (২১ আগস্ট) সান্তোসের অনুশীলনে উরুতে মারাত্মক আঘাত পান তিনি। পরীক্ষায় দেখা গেছে, নেইমারের উরুতে এডিমা ধরা পড়েছে। ফলে কার্লো আনচেলত্তি যে আগামীকাল ব্রাজিল দলের নাম ঘোষণা করবেন, তাতে এই তারকার জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে গেছে।

 

সান্তোস ক্লাব ইতোমধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বিষয়টি জানিয়েছে। ক্লাবের মেডিকেল টিম নেইমারের চিকিৎসা শুরু করেছে এবং ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আগে তাকে ফেরানোর চেষ্টা করছে। তবে আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে নাম না থাকা নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।

 

নেইমারের শেষবার ব্রাজিল জার্সি গায়ে নামা ছিল ২০২৩ সালের অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে। এরপর থেকে চোটই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ।

 

এখন প্রশ্ন একটাই—আবারও কি জাতীয় দলের বাইরে থেকে যেতে হবে ব্রাজিলিয়ান ফুটবলের এ সোনার ছেলেকে? নাকি শেষ মুহূর্তে সুস্থ হয়ে ফিরবেন তিনি? সময়ই হয়তো এর জবাব দেবে।

 

নেইমারের অনিশ্চয়তা নিয়ে ব্রাজিল সমর্থকদের মনে এখন নতুন করে চাপা দুশ্চিন্তা শুরু হয়েছে।

Read Entire Article