পাচারের সময় সীমান্তে অস্ত্র উদ্ধার

8 hours ago 4

সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। 

রোববার (২৪ আগস্ট) ভোর ৬টায় উপজেলার জাফলং ইউনিয়নের প্রতাপপুর সীমান্তের কাটারী নামক স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।  

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টায় সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী জাফলং চা-বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থানে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায়। পরে তল্লাশি করে রোববার ভোর ৬টায় ভারতীয় ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Read Entire Article