পার্কে গিয়ে ধরা, ৮ জনের বিয়ে

2 hours ago 3

সিলেটের দক্ষিণ সুরমার একটি পার্কের বিভিন্ন রুম থেকে ১৬ কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। পরে আটকদের মধ্যে আটজনের বিয়ে দিয়েছেন তারা। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রিজেন্ট পার্ক ও রিসোর্টে স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে তাদের আটক করেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান। আটক কিশোর-কিশোরীরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কের অভ্যন্তরে অনেক আগে থেকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। নামে পার্ক হলেও এর ভেতরে রয়েছে বেশ কয়েকটি বিশ্রামাগার। তরুণ-তরুণীরা, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে। আটকদের থেকে আটজনকে স্থানীয় কাজীর মাধ্যমে বিয়ে দেওয়া হয়েছে।

শিলাম এলাকার বাসিন্দা ও কাজী মোহাম্মদ আব্দুল বারী বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে আমি ৪টি বিয়ে পড়িয়েছি। ছেলেমেয়ে ও তাদের পরিবার সম্মতিতে বিয়ে পড়ানো হয়েছে। ৩টি বিয়ে ১০ লাখ টাকার কাবিন ও ১টি ১২ লাখ টাকার কাবিনে দেওয়া হয়।

রিজেন্ট পার্ক রিসোর্টের পরিচালক হেলাল আহমদ কালবেলাকে বলেন, আমাদের এখানে সাধারণত রুম বুক করতে হলে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হয়। আজ কীভাবে ঢুকেছে, সেখানে আমার ম্যানেজার ছিলেন। আমি থাকি না, মাঝেমধ্যে যাই। ম্যানেজার এখন অসুস্থ, তাই তার কাছ থেকে পুরো খবর এখনো পাইনি। শুনেছি ভাঙচুর হয়েছে। পার্ক পরিচালনায় যত ধরনের বৈধ কাগজপত্র থাকা প্রয়োজন তার সবই আছে বলেও জানান তিনি।

মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা পার্কে যান। আপত্তিকর অবস্থায় বিভিন্ন কক্ষ থেকে ১৬ কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব।

Read Entire Article